13.3 C
London
May 6, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ক্রিসমাসের আগে বিধিনিষেধ বাড়বে না: সাজিদ জাভিদ

ক্রিসমাসের আগে নতুন কোনো বিধিনিষেধ আরোপ হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ। বিবিসির অ্যান্ড্রু মার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

রোববার (১৯ ডিসেম্বর) খবরে বলা হয়, ক্রিসমাসের আগে নতুন কোনো বিধিনিষেধ আসবে কিনা জিজ্ঞেস করা হলে স্বাস্থ্য সচিব বলেন, “আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি। ওমিক্রন সম্পর্কে আমরা এখনও অনেক কিছু জানি না। এটাই হচ্ছে ঘটনার সত্যতা। বাস্তবতা হল অনেক অনিশ্চয়তা রয়েছে।”

 

তিনি যোগ করেন, “আরও সতর্ক হওয়ার সময় এখন”। আমরা জানি ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ছে। লন্ডনের পরিস্থিতি ইতিমধ্যেই অনেক ভয়াবহ।

 

এদিকে যুক্তরাজ্যে একদিনেই নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দশ হাজারের বেশি।

 

লন্ডনে সংক্রমণের মাত্রা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন মেয়র সাদিক খান। একে ‘বড় ঘটনা’ (মেজর ইন্সিডেন্ট) আখ্যা দিয়েছেন তিনি। সাদিক খান জানান এর মাধ্যমে পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝানো হয়েছে।

 

মেয়র সাদিক খান জানান, শুক্রবার লন্ডনে নতুন করে ২৬ হাজার করোনা আক্রান্ত হয়েছে। এতে জরুরি সেবায় কর্মীদের উপস্থিতি কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

 

ব্রিটিশ সরকারের সর্বশেষ হিসেবে দেখা যাচ্ছে, লন্ডনের হাসপাতালগুলোতে এক হাজার ৫৩৪ জন কোভিড রোগী রয়েছেন। যাদের ২৮ শতাংশই গত সপ্তাহে ভর্তি হয়েছেন। গড়ে প্রতিদিন নতুন ভর্তি হচ্ছেন ২০০ রোগী।

 

১৯ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে দক্ষিণ লন্ডনের দুটি কাউন্সিল

অনলাইন ডেস্ক

ইটালি বাংলাদেশ হতে নিতে চায় কৃষি শ্রমিক

পশ্চিমাদের বড় হুমকি রাশিয়ার সাইবার হামলা